ফুল বদলে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই বাবুল সুপ্রিয়র দিকে ধেয়ে আসছে একের পর এক আক্রমণ। এবার তারই জবাব দিলেন আদানসোলের সাংসদ। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করে একটি টুইটের জবাব দিতে গিয়ে বাবুল লিখলেন, ‘গুজরাতের মন্ত্রীদের থেকে বেশি কাজ করেছি’। একইসঙ্গে কাজ না করে টাকা নেবেন না বলে আগামীকালই সাংসদ পদ থেকে ইস্তফার কথাও জানিয়েছেন তিনি।
এদিন তৃপ্তি তিওয়ারি নামে জনৈক টুইটার ব্যবহারকারী বাবুলকে আক্রমণ করে লেখেন, ‘আপনি জীবনের এই মৌলিক দিকগুলি উপলব্ধি করেননি। ব্যক্তিগত সুবিধার জন্য কোটি কোটি মানুষের অনুভূতির সঙ্গে আপোষ করেছেন। এটা খুবই অপমানজনক’। এরই উত্তরে বাবুল লেখেন, ‘পদ থেকে সরিয়ে দেওয়ার আগে পর্যন্ত গুজরাতের মন্ত্রীদের থেকে বেশি কাজ করেছি। সেসব লোকচক্ষুর সামনেই রয়েছে’।
পাশাপাশি বাবুল এও মনে করিয়ে দিয়েছেন, তিনি চুপ করে বসে থাকতে রাজি নন। কোন কাজ না করে মানুষের টাকা বেতন হিসেবে নেবেন না এবং সাংসদের জন্য নির্ধারিত কোনো রকম সুযোগ সুবিধাও তিনি নেবেন না বলে জানিয়েছেন। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবারই দিল্লি গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন বাবুল।
প্রসঙ্গত, তৃণমূলে যোগদানের পর থেকেই বাবুল এটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি কাজ করতে ভালোবাসেন। মানুষের সাথে মিশে তাদের জীবনের সমস্যা সমাধানে তিনি আগ্রহী। কিন্তু বিজেপিতে তাঁর কাজের দাম দেয়নি কেউ। তিনি দ্বিতীয় বার আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পরে এটা প্রমান হয়ে গেছে মানুষের জন্য কাজ করার কোনো বিকল্প হতে পারেনা। সেই কারণেই প্রথমবারের তুলনায় বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন দ্বিতীয়বার।