দেশে পুরোদমে করোনার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। তবে এরই মধ্যে ফের স্বস্তি দিল দেশের কোভিড গ্রাফ। এবার পাঁচ দিন পর ৩০ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। পাশাপাশি, দৈনিক মৃত্যুর সংখ্যাটাও ৩০০-র নীচেই রয়েছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১১৫ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৫৩৪। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৪৫ হাজার ৩৮৫ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫২ জনের।
আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৭৪ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪৬৯ জন। এদিকে, সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে আট হাজার কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯ হাজার ৫৭৫ জন।