‘সময়োচিত পদক্ষেপ’, রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে দিলীপ ঘোষের অপসারণ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তথাগত রায়। তিনি বলেন, ‘অনেকদিন আগেকার এক রাজ্য সভাপতির তরফ থেকে নব মনোনীত রাজ্য সভাপতিকে অভিনন্দন।’ উল্লেখ্য, ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি পদে ছিলেন তথাগত রায়। তাঁর ‘সময়োচিত পদক্ষেপ’ মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্য বিজেপির একাধিক মুখ দল ছেড়েছেন। সম্প্রতি বাবুল সুপ্রিয়র দলত্যাগ বড় ধাক্কা ছিল। তাঁর সঙ্গে দিলীপ ঘোষের মনোমালিন্য একাধিকবার প্রকাশ্যে এসেছে। সেদিক থেকে এই বদল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয়, তথাগত রায় আরও বলেন, ‘সাংগঠনিক পদে বদল নিয়ে যা বলার বলেছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’ রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদলের পর টুইট করে শুভেন্দু অধিকারী লেখেন, ‘সর্বভারতীয় সহ সভাপতি পদের দায়িত্ব পাওয়ার জন্য দিলীপ ঘোষকে অভিনন্দন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাচ্ছি। দুজনকেই আমার শুভেচ্ছা। আশাকরি দলের শক্তিবৃদ্ধির জন্য দুজনেই তাঁদের সেরাটা দেবেন।’
এদিকে, বিজেপিতে রদবদল প্রসঙ্গে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহা জানান, নতুন দায়িত্ব পেয়েছেন সুকান্ত। আশা করি ভালো কাজ করবে’। বিজেপি নেতা সায়ন্তন বসু জানান, সাংগঠনিক বদল খুবই স্বাভাবিক বিষয়। কোনও নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি দলের সিদ্ধান্ত। নতুন রাজ্য বিজেপি সভাপতিকে অভিনন্দন।