কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল শ্রীলঙ্কার গায়িকা ইওহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি। এবার ভাইরাল হওয়া সেই গানের সুরেই বাংলায় গান তৈরি করলেন মেদিনীপুরের বাবা-মেয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে সেই গান। মেদিনীপুরের রাজেশ চক্রবর্তী এবং তাঁর মেয়ে অপরাজিতা গেয়েছেন গানটি।
দিন কয়েক আগেই নেটমাধ্যমে আপলোড করা হয়েছে এই গান। ইতিমধ্যেই বহু মানুষ গানের ভিডিয়ো দেখেছেন। সেই গানে ‘মানিকে মাগে হিতে’ হয়েছে ‘মা-মাটি-মানুষ হিতে’। গান জুড়েই রয়েছে মমতার কাহিনি। তাঁর সরকারের সাফল্যের জয়ধ্বনি। মুখ্যমন্ত্রী কাজের মাধ্যমে বিশ্বে নজির গড়েছেন বলে মত এলাকায় সমাজকর্মী হিসাবে পরিচিত রাজেশের। জনপ্রিয় গানের সুরে গানটি বেঁধে তা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেছেন তিনি।