বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এক তরুণীকে হেনস্থা করেছিল বাবলু যাদব নামে ২৮ বছরের এক যুবক। এরপরই রেওয়া জেলার বাসিন্দা বাবলুকে পাকড়াও করে ‘উচিত শিক্ষা’ দেন তরুণীর আত্মীয়রা। কিন্তু সেই ভিডিয়ো ভাইরাল হতে বাবলুর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তরুণীর তিন আত্মীয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৭ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ শিবরাজ সিং চৌহানের পুলিশ।
ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় পড়ে আছে বাবলু। তার গলায় বাঁধা আছে একটি বেল্ট। একজন বেল্টটি ধরে আছে। বাকিরা লাঠি দিয়ে মারছে তাকে। বাবলু হাত জোড় করে মাপ চাইছে। কিন্তু দু’জন গালিগালাজ করছে তাকে। সেই সঙ্গে চলছে লাঠিপেটা। এরপর শোনা যায়, একজন অপরজনকে বলল, আর মারিস না। বাবলু মারা যেতে পারে। কিন্তু তার পরেও মারধর থামেনি।
একসময় দেখা যায়, বাবলুর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তার জামাকাপড় রক্তে মাখামাখি হয়ে রয়েছে। পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট শিবকুমার বর্মা বলেন, ‘যে ব্যক্তিকে মারধর করা হচ্ছিল, তার নাম বাবলু যাদব। একসময় তোলাবাজির অভিযোগে সে জেলে গিয়েছিল। সদ্য সে মুক্তি পেয়েছে। অভিযোগ, সে এক তরুণীকে হেনস্থা করেছিল। তাই তরুণীর আত্মীয়রা তাকে মারধর করে।’ পুলিশ তরুণীর আত্মীয়দের বিরুদ্ধে মামলা করেছে।