সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ত্রিপুরা পুলিশ। এবার এ নিয়েই খোয়াই থানার আইও-কে ফোন করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কবে খোয়াই থানায় হাজিরা দেবেন? সেই কথা জানাতেই ফোন করেন তিনি৷
প্রসঙ্গত, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণালের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের তরফে মূলত একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। ওই মামলায় কুণাল ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৬ জনের নাম নথিভুক্ত করা হয়। তলবের ১০ দিনের মধ্যে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়৷ তখনই কুণাল ঘোষ জানিয়েছিলেন ৩ দিনের মধ্যে হাজিরা দেবেন৷ সূত্রের খবর, রবিবার রাতে খোয়াই থানার আইও-কে ফোন করেন তৃণমূল নেতা৷ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা জানান তিনি৷ কুণাল ঘোষের দাবি, কোনও সরকারি কাজে তাঁরা বাধা দেননি৷ সেই প্রমাণও রয়েছে৷ বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি৷