পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চন্নি। সোমবার সকাল ১১ টা নাগাদ রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু। সুখজিন্দর সিং রনধাওয়া এবং ওপি সোনি পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন।
পাঞ্জাবে কে মুখ্যমন্ত্রী পদে বসবেন তা নিয়ে কংগ্রেসের অভ্যন্তরীণ ভোটগ্রহণ হয়েছিল। সুখজিন্দর সিং রনধাওয়া ছিলেন দ্বিতীয় স্থানে। প্রনীত কৌর ছিলেন তৃতীয় পছন্দ। কিন্তু পার্টি হাইকমান্ড চরণজিৎ সিং চান্নির নামেই সিলমোহর দেয়। সূত্রের খবর, পাঞ্জাবের সমস্ত বিধায়করা সুখজিন্দর সিং রনধাওয়ার নাম প্রস্তাব করে। যদিও হাইকমান্ড ভরসা রাখে চরণজিৎ সিং চান্নির উপরেই।
এ দিন সকাল ১১টায় চণ্ডীগঢ়ে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৫৮ বছর বয়সী দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নি। পঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের উপস্থিতিতেই তিনি পঞ্জাবী ভাষায় শপথ নেন। করোনা সংক্রমণের কারণে সীমিত রাখা হয়েছিল অনুষ্ঠানের আকার। প্রথমে রাহুল গান্ধী আসবেন না শোনা গেলেও সকালেই জানা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনিও অংশ নেবেন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাব কংগ্রেসের প্রধান হরিশ রাওয়াত, প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
তবে চরণজিৎ মুখ্যমন্ত্রী হলেও আগামী বছর বিধানসভা নির্বাচনে সিধুর নেতৃত্বেই লড়বে কংগ্রেস।এমনই ঘোষণা করেছে হাত শিবির। পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত প্রধান হরিশ রাওয়াত বলেন, পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর নেতৃত্বে কংগ্রেস লড়বে। জনসাধারণের মাঝে সিধু অত্যন্ত জনপ্রিয় হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।