অভূতপূর্ব সাফল্যের নজির গড়তে চলেছে কলকাতার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। বাংলার প্রথমবার ফুসফুস প্রতিস্থাপন হতে চলেছে মেডিকায়। আজ, সোমবারই গুজরাত থেকে বাংলায় আসছে ফুসফুস। হাসপাতাল সূত্রে খবর, গত ১০৩ দিন ধরে সেখানে ভরতি বছর ষাটেকের এক রোগী। তাঁর ফুসফুস সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে। গত দু’মাস ধরে একমো সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। কিন্তু বর্তমানে সেই একমো সাপোর্টও আর কাজ করছে না। আর সেই কারণেই ফুসফুসের সন্ধান করছিলেন বৃদ্ধের পরিবার। তারই খোঁজ মিলল গুজরাতে। পশ্চিম ভারতের রাজ্যের সুরাটে এক রোগীর ব্রেথডেথ হয়। ঠিক হয়, তাঁরই ফুসফুস পৌঁছে যাবে কলকাতায়। বাংলাকে ফুসফুস দিতে রাজি যায় গুজরাতও।
সোমবার সন্ধেতেই সুরাট থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে রওনা দেয় ফুসফুস। দমদম বিমানবন্দরে অবতরণের পর গ্রিন করিডর করে দক্ষিণ কলকাতার সুপার স্পেশ্যাল হাসপাতালে পৌঁছে যাবে ফুসফুস। অর্থাৎ সেই সময় রাস্তার অন্য যানবাহনকে আটকে দ্রুত গন্তব্যে পৌঁছতে জায়গা করে দেওয়া হবে ফুসফুসবাহী গাড়িটিকে। এরপর রাতেই শুরু হবে অস্ত্রোপচার। হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, প্রায় ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হবে। নতুন জীবন ফিরে পাবেন ৬০ বছরের বৃদ্ধ। নজির গড়তে প্রস্তুত হাসপাতালের চিকিৎসক, সেবিকা, কর্মীরা।