মুখ্যমন্ত্রীকে ভবানীপুরে হারানোই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। বাংলা থেকে রাজ্যসভার একটিই আসনে যে উপনির্বাচন হচ্ছে সেখানে প্রার্থী দিচ্ছে না বিজেপি। সেখানে কী হতে পারে ফলাফল জানা। সোমবার টুইট করে এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরই এই প্রশ্ন উঠে গিয়েছে, হারের ভয়েই কি রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না গেরুয়া শিবির?
প্রসঙ্গত, দীনেশ ত্রিবেদীর আসনে রাজ্যসভার ভোট রয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবকে। কিন্তু এদিন শুভেন্দু জানিয়ে দিয়েছেন, বিজেপি ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। ফলে, এটাও স্পষ্ট হয়ে গেল। মনোনয়ন জমা দেওয়ার পর স্ক্রুটিনি হয়ে গেলেই জয়ের সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন সুস্মিতা।
প্রশ্ন উঠছে, বিজেপি কেন প্রার্থী দিল না? অনেকের মতে, যেভাবে বিধানসভা ভোটের পর থেকে বিজেপি বিধায়করা তৃণমূলে ফেরা শুরু করেছেন তাতে গেরুয়া শিবিরের হয়তো আশঙ্কা রয়েছে, এখনও পর্যন্ত খাতায় কলমে যে ৭১ জন বিধায়ক বিজেপিতে রয়েছেন তাঁরাও প্রার্থীকে ভোট না দিয়ে সুস্মিতাকে ভোট দিয়ে দিতে পারেন। তাতে আরও স্পষ্ট হয়ে যাবে বাংলা বিজেপির নড়বড়ে অবস্থাটা। আর তাই মুখ পোড়ানোর ভয়েই প্রার্থী দিল না তারা।