ফের লজ্জা উত্তরপ্রদেশে। এবার যোগী রাজ্যের মুজফফরনগরে ১৭ বছরের মেয়েকে দুজন মিলে ধর্ষণ করে কুকীর্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ভোপা থানা এলাকার এক গ্রামে। শুভম, আশিস নামে দুই অভিযুক্ত পলাতক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মেয়েটির মায়ের দায়ের করা অভিযোগে প্রকাশ, দুই অভিযুক্ত মেয়েটিকে পেয়ারা খাওয়ানোর নাম করে পেয়ারা বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিডিয়োটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জানাজানি হয় বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, কোতোয়ালি থানা এলাকার একটি গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে মাঠে চাষের কাজে ব্যস্ত এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।