অবশেষে জল্পনার অবসান ঘটল। রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি। তাঁর জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ। সোমবার রাজ্য বিজেপির এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
উল্লেখ্য, ২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দিলীপের পদ ছিল টালমাটাল অবস্থায়। পদ্মশিবিরে ভাঙন লেগেই রয়েছে। তারপর একে একে বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর রাজ্যসভাপতির পদ থেকে সরে যাওয়াটা ছিল সময়ের অপেক্ষা। শেষমেশ বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর বাদানুবাদের পর বাবুলের তৃণমূলে যোগ দেওয়াতেই দিলীপের পদ খোয়ানোর প্রক্রিয়া তরান্বিত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।