গত দুদিনের টানটান নাটকের পর পাঞ্জাবের মুুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তাঁর জায়গায় চরণজিত সিং চান্নিকে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে দল। তবে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে চান্নিকে মুখ্যমন্ত্রী পদে বসালেও আগামী দিনে পাঞ্জাবে কংগ্রেসের মুখ হবেন নভজ্যোত সিং সিধুই।
এমনই ইঙ্গিত দিয়েছেন পাঞ্জাব কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত। সিধুর নেতৃত্বেই দল ভোটে লড়বে বলে জানিয়েছেন তিনি। রাওয়াত বলেন, আসন্ন বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মুখ কে হবেন, তা ঠিক করবেন কংগ্রেস সভানেত্রী, কিন্তু বর্তমানে রাজ্যে যা পরিস্থিতি, তাতে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নভজ্যোত সিং সিধুর নেতৃত্বেই ভোটে লড়বে দল। সিধুকে ‘খুবই জনপ্রিয়’ বলে উল্লেখ করেন তিনি। এদিকে, চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী করলেও ২ উপমুখ্যমন্ত্রীর নাম এখনই ঠিক করেনি দল। রাওয়াত বলেন, আমার সবার মত হল, দুজন উপমুখ্যমন্ত্রী থাকা উচিত। শীঘ্রই মন্ত্রীদের নাম সহ এ ব্যাপারেও সিদ্ধান্ত নেব। কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে বটে, তবে হাইকম্যান্ডের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই।