বিহার ক্রিকেট সংস্থায় ব্যপক হারে দুর্নীতি চলছে। সে নিয়ে দ্রুত হস্তক্ষেপ করার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিলেন আদিত্য বর্মা। এমনকী সমস্যার সমাধান না হলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
বর্মা আরও লিখেছেন, “বিহার ক্রিকেট সংস্থার প্রতি যে অন্যায় চলছে সেটা নিয়ে আপনি চোখ বন্ধ করে রাখতে পারেন না। বিহারের ক্রিকেটারদের পরামর্শ দেওয়া এবং যত্ন নেওয়ার ভার আপনার উপরেই রয়েছে। সে ক্ষেত্রে আপনি নিজেও আদালতের নির্দেশ লঙ্ঘন করছেন।”
সৌরভকে চিঠিতে আদিত্য লিখেছেন, “সুপ্রিম কোর্টের আদেশ যাতে লঙ্ঘিত না হয় তার জন্য বার বার আপনাকে চিঠি লিখেছি। কিন্তু এখনও কোনও কাজ হয়নি। যদি এরপরেও আপনি বিহার ক্রিকেট সংস্থার প্রতি নজর না দেন, তাহলে বিহারের ক্রিকেটারদের কথা মাথায় রেখে আদালতে যাওয়া ছাড়া আমার কোনও উপায় থাকবে না।”