আইপিএলের প্রথম পর্বে সাতের মধ্যে পাঁচ ম্যাচই হেরেছে! লিগ তালিকায় সাত নম্বরে কেকেআর। দেখতে গেলে সব ম্যাচই ‘ডু-অর-ডাই’ তাদের কাছে। সোমবার আরসিবি-র বিরুদ্ধে দ্বিতীয় লেগের অভিযান শুরু কেকেআরের। তার আগে নিজেদের তাতাচ্ছে অইন মর্গ্যান অ্যান্ড কোং।
ইনস্টগ্রামে কেকেআর একটি টিম মিটিংয়ের ছবি পোস্ট করে লিখেছে, “হতে পারে আমরা একটু পিছিয়ে, কিন্তু আমরা কখনই প্রতিযোগিতার বাইরে বেরিয়ে যাইনি। সামনের চ্যালেঞ্জ সহজ হবে না। তবে আমারাও ইতিহাস লিখেছিলাম। সে রাস্তাও সহজ ছিল না। আগেও করেছি আমরা, আবার করব। করব…লড়ব…জিতব।” নাইট অধিনায়ক মর্গ্যান জানিয়ে দিতে চলেছেন যে, প্রতিপক্ষ হিসাবে তাঁরা ভয়ঙ্কর হতে চলেছে। কারণ হারানোর কিছু নেই তাঁদের।
কলকাতা নাইট রাইডার্স লক্ষ লক্ষ সমর্থকদের কাছে শুধুই একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি নয়, কেকেআর মানে এক আকাশ আবেগ। কিন্তু নাইটদের বিগত কয়েক বছরের পারফরম্যান্স হতাশাজনক। দু’বারের চ্যাম্পিয়ন দল শেষ দুই মরসুমে প্লে-অফেও উঠতে পারেনি।