শনিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। বিজেপি সঙ্গ ত্যাগের পর এবার আসানসোলের সাংসদ পদও ছাড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূলে যোগ দেওয়ার পর আজ প্রথম সাংবাদিক বৈঠকেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। বাবুলের বক্তব্য, ‘আমি তৃণমূলে যোগ দিচ্ছি মানে সমস্ত নিয়ম মেনেই যোগ দেব। আসানসোলে আমি বিজেপির টিকিটে জিতে এসেছি। তাই অবশ্যই সাংসদ পদ ছেড়ে আসব।’ তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবারই বাবুল সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। বাবুলের ইস্তফার পর আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নামও একপ্রকার ঠিক করে ফেলেছে শাসকদল। বাবুলের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হতে পারেন সায়নী ঘোষ।
প্রসঙ্গত, এদিন আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তিনি কি আসানসোলের সাংসদ পদ ছাড়বেন? এক কথায় বাবুলের জবাব, ‘অবশ্যই। আমি যখন তৃণমূলে যোগ দিচ্ছি তখন অবশ্যই আসানসোলের সাংসদ পদ ছেড়ে আসব।’ তিনি জানিয়েছেন, আগামী দিনে দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি সেটা পালন করবেন। বাবুলের ইঙ্গিত, তৃণমূলে তাঁর ভূমিকা কী হতে চলেছে, তা স্পষ্ট হবে আগামী ২-৩ দিনে। তবে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন, এবার অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার সাংসদ করা হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। কারণ দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী থাকার দরুন বাংলার বাইরেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।