চন্দনা প্রেম কি তবে অতীত? কারণ, কৃষ্ণ কুণ্ডু এখন শালতোড়ার বিধায়কের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে নামতে প্রস্তুত। কৃষ্ণ জানাচ্ছেন, তিনি তৃণমূলে যোগদানের বিষয়ে ভাবনা চিন্তা করছেন। সেক্ষেত্রে রাজনীতির ময়দানে যদি তাঁকে চন্দনার বিরুদ্ধেও লড়াই করতে হয়, তাহলেও তিনি মানসিকভাবে প্রস্তুত।
চন্দনার সঙ্গে পরকীয়া বিতর্কে নাম জড়ানোর পরেই সংবাদ শীর্ষ উঠে আসে শালতোড়ার বিজেপি বিধায়কের গাড়ি চালকের নাম। কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রুম্পা বলেছিলেন, ‘ওকে চন্দনা পাগল করেছে। মদের নেশা ধরিয়েছে। আমার বড় সর্বনাশ করে দিয়েছে। তিনটে জীবন নষ্ট করে দিল!’ কিন্তু, সেই প্রেম, পরকীয়া সব অতীত। কৃষ্ণ বলেন, ‘আমি শালতোড়া বিধানসভায় বিজেপির জয়ের জন্য প্রাণপাত করেছি। কিন্তু, ভোট শেষ হওয়ার পরের দিন থেকেই আমাকে দল ভুলে গেল!’ তবে কি চন্দনার জন্যই দলে ‘একঘরে’ হতে হয়েছে কৃষ্ণকে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না চন্দনা কিছু করেনি। ওঁর উপরেও অনেক চাপ ছিল।’
এই বিষয়ে তিনি সরাসরি দোষ চাপিয়েছেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। কৃষ্ণর দাবি, শালতোড়ার কর্তা-বিধাতা হতে চেয়েছিলেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। আর সেই জন্যই তাঁকে রীতিমতো একঘরে করা হয়েছিল। এই বিষয়ে সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি প্রশ্ন শোনার আগেই ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন।
কৃষ্ণ জানান, তৃণমূলে যোগ দিলে বিজেপি বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে তাঁকে লড়াই করতে হবে রাজনীতির ময়দানে। আর সেই জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত।