কুণাল ঘোষকে তলব করল ত্রিপুরা পুলিশ। সুদীপ রাহা-জয়া দত্তদের গ্রেফতারির পর খোয়াই থানায় গিয়ে অবস্থানে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা। সেই ঘটনাতেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ওই ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৬ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে খোয়াই থানার পুলিশ। এবার অভিযুক্ত হিসেবে অবিলম্বে কুণাল ঘোষকে হাজিরার নোটিস পাঠানো হল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেন, ‘ত্রিপুরাতে বিজেপি জমি হারাচ্ছেন। আর এই ভয় থেকেই এসব কাজ করছেন। হাজিরা দেব, তৃণমূল ভয় পায় না’।
বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের পর তৃণমূলের নজর ত্রিপুরায়। সেখানে গিয়ে তৃণমূলের যুব নেতৃত্ব বিজেপির আক্রমণের মুখে পড়ে বলে অভিযোগ। পরে আগরতলা গিয়ে হামলার মুখে পড়েছিলেন অভিষেকও। গাড়িতে হামলা, যুবনেতাদের হেনস্থার ঘটনায় খোয়াই থানায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু-সহ তৃণমূল নেতৃত্ব। সেই মামলাতেই কুণালকে নোটিস পাঠাল ত্রিপুরা পুলিশ।
এই প্রসঙ্গে তৃণমূলের মুখাপাত্র আরও বলেন, ‘এটা তো একটা আইনি লড়াই যা ইতিমধ্যেই চলছে। হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়েছে চার্জশিট পেশ করা যাবে না। এখন তারা হয়রান করার জন্য নোটিস দিয়েছে। ১০ দিনের মধ্যে হাজিরা দেওয়ার কথা বলেছেন। নিশ্চিতভাবে উপস্থিত হব। তাদের অনুরোধ করব আমার সমস্ত কথোপকথন যেন ভিডিও রেকর্ড করা থাকে। নইলে বিজেপির হয়ে ওরা মিথ্যাচার করছে’।