আগাম কোনও ইঙ্গিতই ছিল না। ঘূনাক্ষরেও কেউ জানতে পারেনি তাঁর পরবর্তী পদক্ষেপের কথা। সবাইকে চমকে দিয়েই শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ পদও ছেড়ে দিতে পারেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে, এই দলবদলের কর্মসূচীর আগেই ছিল আরও চমক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদানের কয়েকঘণ্টা আগেই বাবুলের নিরাপত্তায় কাটছাঁট করেছিল কেন্দ্র।
এদিন সকালেই জেড থেকে কমিয়ে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হয় বাবুলকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে কি আগে থেকেই বাবুলের ভোলবদলের ইঙ্গিত ছিল কেন্দ্রের গেরুয়া শিবিরের কাছে? উঠছে প্রশ্ন। উল্লেখ্য, জেড ক্যাটাগরির সুরক্ষাবলয়ে এতদিন বাবুলকে ঘিরে থাকতেন ছয়জন বন্দুকধারী। এবার থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতার নিরাপত্তায় থাকবেন দুই জন বন্দুকধারী নিরাপত্তারক্ষী।