শনিবার সকাল থেকে বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। বৃষ্টি রাজ্যের একাধিক জেলাতেও। আজ এবং আগামিকাল এমনই ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে রাখল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভেজে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনার একাধিক এলাকা।
হাওয়া অফিস জানাচ্ছে, শনিবারের পর রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিন ধরেই ভারী বর্ষণের কারণে দিঘার সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবারও তাঁদের সতর্ক করা হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, নিম্নচাপের বৃষ্টির জেরে পটাশপুরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি ঘটে। পটাশপুর থানা এলাকা পুরোপুরি জলমগ্ন। ঘরছাড়া অন্তত ৩ হাজার পরিবার। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ছে আতঙ্ক।
তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে আজ ও রবিবার বৃষ্টি হবে। সোমবারের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। যদিও বৃষ্টির হাতে থেকে এখনই রেহাই পাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি। এদিন গোটা দিনই আকাশ থাকবে মেঘলা। আবহবিদরা জানাচ্ছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্প তৈরি হচ্ছে। আর তার জেরেই উপকূল এলাকায় বাড়ছে বৃষ্টির পরিমাণ।