পঞ্চম বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। শুক্রবার ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডওয়েলকে সই করাল তারা। স্পেনের হারকিউলিস সিএফ দলের হয়ে ম্যানুয়েল দিয়াসের কোচিংয়ে খেলেছেন ড্যারেন। ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার দিয়াসের জন্যই সই করেছেন লাল-হলুদ শিবিরে। মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ড্যারেন বলেন, “আমি এর আগে দিয়াসের কোচিংয়ে খেলেছি আর সেটা আমায় সাহায্য করবে। ফের ওঁর অধীনে খেলতে মুখিয়ে রয়েছি।”
কেবল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নয়, দলের প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারেন ড্যারেন। আয়াখ্স আমস্টারডামের পাশাপাশি ইংল্যান্ডের রিডিংয়ের যুব দলে খেলেছেন ড্যারেন। ইউরোপের বিভিন্ন ক্লাবে এর আগে খেললেও ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্যই এসসি ইস্টবেঙ্গলের প্রস্তাব ফেরাননি ড্যারেন। তিনি বলেন, “ইউরোপের বিভিন্ন ক্লাবে খেললেও ইন্ডিয়ান সুপার লিগে এসসি ইস্টবেঙ্গলে সুযোগ পেয়েছি। আশা করব নিজেকে আরও বেশি করে মেলে ধরতে পারব, নিজের খেলার উন্নতি করতে পারব।”