প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে বেরিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আফগানিস্তানে তালিবানি শাসনের সঙ্গে তৃণমূল সরকারের তুলনা টেনে বিজেপির রাজ্য সভাপতি বললেন, ‘আফগানিস্তানের সঙ্গে বংলার কোনও পার্থক্য নেই’।
শনিবার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে দিলীপ বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে বাংলার কোনও পার্থক্য নেই। বাংলাতেই তো তালিবান আছে। নির্বাচনের পর বিজেপি তালিবানি মানসিকতারই সাক্ষী হয়েছে। গোটা দেশে আর কোথাও তো কারও হিম্মত হয় না বিরোধীদের উপর অত্যাচার করার’।
এখানেই শেষ নয়, প্রচারে বেরিয়ে ভবানীপুরের হিন্দীভাষীদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ। তবে শোনা যাচ্ছে, গোপনেই ভবানীপুরে প্রচার সারছে বিজেপি।
এদিকে, তৃণমূলের প্রচারের তোড়জোড়ের মধ্যে বিজেপিও শান দিচ্ছে প্রচারে। শোনা যাচ্ছে, আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যেই প্রিয়াঙ্কার হয়ে প্রচারে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিরা। বিজেপির তরফে প্রকাশিত তারকা প্রচারকদের তালিকায় তাঁদের নাম আগেই ছিল। তবে এবার শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই কলকাতা আসছেন তাঁরা।