ভোট প্রচারে বেরিয়ে পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনী প্রতিশ্রুতি মতই শুরু হয়েছে আবেদন পর্ব। তবে ইতিমধ্যে অনেক জায়গায় শোনা যাচ্ছে এই সরকারি প্রকল্পকে মান্যতা দেওয়া হচ্ছে না। বিশেষত প্রাইভেট ব্যাঙ্কগুলিতে এই সমস্ত প্রকল্পের কাজে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। সূত্রের খবর, পরিস্থিতি দেখে এবার এই সব ব্যাঙ্কের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের কথা ভাবছে নবান্ন।
এদিন নবান্ন থেকে সমস্ত জেলাশাসককে একটি বার্তা দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেছেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে সাথ দিচ্ছে না বেশিরভাগ বেসরকারি ব্যাঙ্ক। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে শিক্ষা ঋণের সম্পপ্রসারণ করা হচ্ছে না। সরকারি প্রকল্পকে পাত্তাই দিচ্ছে না প্রাইভেট ব্যাঙ্করা। এমন যদি চলতে থাকে, তবে আগামী দিনে এই সমস্ত ব্যাঙ্কের বিরুধে পদক্ষেপ করার কথা ভাববে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব।
তিনি বলেছেন, এই সমস্ত বেসরকারি ব্যাঙ্কে সরকারের যত অ্যাকাউন্ট আছে তা সরিয়ে নেওয়া হবে। যে ব্যাঙ্ক রাজি থাকবে সরকারি প্রকল্পে সহায়তা করতে, তাদের কাছেই অ্যাকাউন্ট স্থানান্তরিত করা হবে। শুধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড নয়, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পেও তেমন উৎসাহ দেখাচ্ছে না প্রাইভেট ব্যাঙ্কগুলি। এদিন মুখ্যসচিব বলেছেন, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তা, ‘কিষাণ ক্রেডিট কার্ড’ ইত্যাদি প্রকল্পেও বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য পাওয়া যাচ্ছে না। তাই বড় পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।