রাজ্যের বিজেপি সরকার কোনও উদ্যোগই নেয়নি। তাই গ্রামে এখনও পাকা রাস্তা নেই। যে কাচা রাস্তা রয়েছে, তারও বেহাল দশা। গাড়ি চলে না সেই রাস্তায়। রাস্তা তৈরি তো দূর, মেরামতও হয়নি দীর্ঘদিন। তাই বীতশ্রদ্ধ হয়ে এবার রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বসলেন বিন্দু নামের এক মহিলা।
ঘটনাটি কর্ণাটকের দেবনাগরী জেলার এইচ রামপুরা গ্রামের। ইতিমধ্যেই বিন্দুর চিঠিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। তড়িঘড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা গ্রামে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। রাস্তা তৈরির আশ্বাসও দিয়েছেন তাঁরা।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসববাজ বোমমাইকে লেখা ইমেলে ২৬ বছর বয়সি বিন্দু লিখেছেন, গ্রামের রাস্তা খারাপ থাকায় তাঁর বিয়ে হচ্ছে না। বাস চলার মতো রাস্তা দরকার। অবিলম্বে যেন গ্রামে রাস্তা তৈরি আর বাস সার্ভিস চালু করা হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি।
গত ৯ সেপ্টেম্বর এই ইমেল করার পর বৃহস্পতিবার তাঁদের গ্রামে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। বিন্দু জানিয়েছেন ওই গ্রামে একা তিনিই স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনিও বিয়ে করে অন্য গ্রামে চলে গেলে সেখানে প্রতিবাদ করার মতো, আওয়াজ তোলার মতো আর কেউ থাকবেন না। তাই শিক্ষিত গ্রামবাসী হিসেবে নিজের দায়িত্ব অস্বীকার করে চলে যেতে পারছেন না তিনি।
তাঁর পণ, গ্রামে বাস রাস্তা চালু করেই ছাড়বেন তিনি। ততদিন বিয়ে করবেন না। অন্য কোথাও যাবেন না। গ্রামের বেহাল দশার কারণেই সেখানে থেকে পড়াশোনা করতে পারেননি বিন্দু। জানিয়েছেন, তাঁকে হোস্টেলে থেকে লেখাপরা করতে হয়েছে শুধুমাত্র গ্রামে যাতায়াত ব্যবস্থা ভাল নয় বলে।