ফের বিস্ফোরণ আফগানিস্তানে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ রাজধানী কাবুলে রকেট হামলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কাবুলের খইর খানে অঞ্চলে ছামতালা বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই রকেট আছড়ে পড়েছে। মাত্র তিন সপ্তাহ আগেই কাবুল বিমানবন্দরে হওয়া বিস্ফোরণে ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর এদিন ফের বিস্ফোরণে কেঁপে উঠল তালিবানের শাসনাধীন আফগানিস্তান।
ওই বিস্ফোরণের ধরন কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কোনও গোষ্ঠী এখনও হামলার দায়স্বীকার না করলেও ‘ইসলামিক স্টেট-খোরসান’-এর দিকেই আপাতত সন্দেহের তির রয়েছে। উল্লেখ্য, কাবুল বিমানবন্দরের বিস্ফোরণের চক্রী ছিল এই জঙ্গি গোষ্ঠীই। আর সেই কারণেই এই হামলাও তাদেরই চক্রান্তের ফলে হতে পারে বলে আশঙ্কা।
উল্লেখ্য, আগস্টের মাঝামাঝি আফগানিস্তান দখল করে তালিবান। জঙ্গিরা রাজধানী কাবুল দখল করার পর সে দেশ ছেড়ে দ্রুত পালাতে শুরু করেন মার্কিন ও বিদেশি নাগরিকরা। পালানোর একমাত্র পথ কাবুল বিমানবন্দর। আমেরিকার নিয়ন্ত্রণে থাকা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ছক তৈরি করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বলে জানিয়েছিল পেন্টাগন।
তবে বর্তমানে কাবুল বিমানবন্দর তালিবানের দখলে। এবার দেশের বিদ্যুৎকেন্দ্রের কাছে হওয়া হামলা বুঝিয়ে দিল আফগানিস্তান আছে আফগানিস্তানেই। তালিবান সেদেশের মসনদে বসার পরেই জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে তাদের সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। যাকে কেন্দ্র করে আগামী দিনেও বড়সড় হামলার ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, আগস্টের শেষ সপ্তাহে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল বিমানবন্দর। বিস্ফোরণে কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছিল। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব গেটের সামনে ঘটে প্রথম বিস্ফোরণ। তারপরের বিস্ফোরণটি ঘটে ব্যারন হোটেলের সামনে। তার কিছুক্ষণের পরই ব্রিটিশ ও মার্কিন সেন ছাউনির পাশে আরও এক বিস্ফোরণ ঘটে।