জেলায় জেলায় জ্বরে আক্রান্ত বহু শিশু। কোভিড পরিস্থিতির মাঝে শিশুদের জ্বরে ছড়াল নয়া আতঙ্ক। উদ্বেগে রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম আশ্বস্ত করে জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী এসএসকেএমে মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেও এই জ্বরের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে খবর। বৈঠক শেষে বাইরে বেরিয়ে স্বাস্থ্যসচিব ও মুখ্যমন্ত্রী জানান, ‘এনকোয়ারি করে দেখা হয়েছে, কোথাও কোনও অজানা জ্বর হয়নি। মোটের উপর সব মরসুমি জ্বর। করোনার জন্য প্রস্তুতি ভালো ছিল বলে সব অসুস্থ শিশুই পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে।