একুশের বিধানসভা ভোটে তাঁর নেতৃত্বে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার স্বপ্নভঙ্গ করেছে তৃণমূল। সামনে ভবানীপুর উপনির্বাচন এবং সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট। সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরই অনেকটা ভরসা করতে চাইছে ঘাসফুল শিবির। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছকে দেওয়া কৌশলেই বিরোধীদের মাত দেওয়ার পরিকল্পনা করছে ঘাসফুল শিবির।
জানা গিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোট প্রচারের নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই যাবেন ভাবনীপুরে। যেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ সেপ্টেম্বর ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে নেত্রীর হয়ে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর ২৩ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রচার করবেন তিনি। এরপর ফের ২৫ এবং ২৬ সেপ্টেম্বর ভবানীপুরে প্রচার করবেন তিনি।
আসন্ন ভোটে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে ভবানীপুরে। কারণ সেখানে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তৃণমূল সুপ্রিমোকে রেকর্ড ভোটে জেতানোর লক্ষ্য নিয়েছে তৃণমূল।