কর্মীরাই দলের সম্পদ। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সংগঠনের কাজ করেন। তাই বুথস্তরের কর্মীদের প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। নেতাদের আরও উদার হতে হবে। এবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা কর্মী সম্মেলন থেকে এমনই বার্তা দিলেন দলের শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, জেলা সভাপতির দায়িত্ব পেয়েই উত্তর কলকাতায় দলকে চাঙ্গা করতে আসরে নেমে পড়েছেন তাপস রায়। বুধবার জেলা সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সেখানে তাঁর ডাকে হাজির হয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ শান্তনু সেন, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অতীন ঘোষ, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন সমাদ্দার, শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রেয়া পাণ্ডে, স্মিতা বক্সি, প্রিয়াল চৌধুরী, জীবন সাহা-সহ উত্তর কলকাতার সমস্ত ওয়ার্ড কোঅর্ডিনেটর, সাংগঠনিক জেলার নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।
সম্মেলনে তাপস রায় বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে সংগঠিত করে এগিয়ে নিয়ে চলেছেন সেই নীতি আদর্শ মেনে সবাইকে চলতে হবে। এই সভা থেকেই ২০২৪-এ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন তাপস রায়। তার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহ্বান জানান তিনি। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল বলেন, কর্মীরাই দলের সম্পদ। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সংগঠনের কাজ করেন। তাই তাঁদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথা বলেন কুণাল। ২০২৪-এ কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর আগে ২০২৩-এ ত্রিপুরা থেকে বিপ্লব দেবের সরকারকে উৎখাতের ডাক দেন তিনি। বলেন, বাংলার পাশাপাশি ত্রিপুরার মানুষের সমর্থনের সেখানেও সরকার গড়বে তৃণমূল।