এবার ফের কলকাতায় টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পরিবর্তন হল। দ্বিতীয় ডোজ নিতে এসে টিকাকেন্দ্র থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন শহরের বিভিন্ন ওয়ার্ডের ভ্যাকসিন প্রাপকরা। জেলার বাসিন্দারা এসে সকাল ভিড় করায় দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সুযোগই পাচ্ছেন না কলকাতার নাগরিকরা। বাড়ি বাড়ি সমীক্ষা থেকে টিকাকরণ নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর তার ফলে বুধবার ফের দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের সময় বেঁধে দিল কলকাতা পুরসভা।
প্রসঙ্গত, পুরসভার তথ্য, এখনও পর্যন্ত শহরের প্রায় ৮৭ শতাংশ ১৮ ঊর্ধ্ব নাগরিক প্রথম ডোজের টিকা নিয়েছেন। কিন্তু সেখানে দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ৪০ শতাংশের সামান্য বেশি। অথচ বাড়ি বাড়ি পুরসভার সমীক্ষায় যাওয়া স্বাস্থ্যকর্মীদের কাছে প্রথম ডোজ নেওয়া নাগরিকরা অভিযোগ করেছেন, জেলা থেকে আসা বাসিন্দাদের প্রথম ডোজের চাহিদার দাপটে লাইনে ভিড় বাড়ছে, দীর্ঘক্ষণ সেন্টারে থেকেও দ্বিতীয় ডোজের টিকা পাওয়া যাচ্ছে না।
এরপরই কোভিড রিভিউ কমিটির বৈঠকে পুরসভার মুখ্য প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দেন, আগে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে, পরে প্রথম ডোজ। বুধবার টালিগঞ্জে এক কর্মসূচীতে গিয়ে সন্ধেয় মুখ্য প্রশাসক জানান, ‘সকাল থেকে বেলা ২টো পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পরে দুপুর ২টো থেকে বাকি সময় প্রথম ডোজ টিকা পাবেন ইচ্ছুকরা।’ বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। উল্লেখ্য, কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে দ্রুত শহরবাসীর টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করতে চায় পুরসভা। তাই এবার এমন সিদ্ধান্ত নিল তারা।