বুধবারের পর বৃহস্পতিবার। প্রচারে বেরিয়ে ফের মেজাজ হারালেন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তাঁর দাবি, কোভিডবিধি লঙ্ঘনের দায় চাপানোর জন্য ইচ্ছা করে তাঁর প্রচারের সময় ভিড় বাড়াচ্ছে সাদা পোশাকের পুলিশ।
বৃহস্পতিবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অলিগলিতে ঘুরে প্রচার চালান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর দাবি, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথা রেখে মাত্র ৪ জনকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছেন তিনি। কিন্তু ভোটপ্রচারের সময় সাদা পোশাকের পুলিশ ভিড় জমাচ্ছেন। প্রিয়াঙ্কার দাবি, তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন সে সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য শাসকদলের হাতে পৌঁছে দেওয়ার জন্যই পুলিশ এই কাজ করছেন। পুলিশি নিরাপত্তা প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।
এছাড়াও এদিন স্থানীয় ভোটারদের সঙ্গে জনসংযোগ সারেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভোটদানের আরজি জানাতে গিয়ে আরও একবার ‘হোঁচট’ খান ভবানীপুরের বিজেপি প্রার্থী। স্থানীয়দের দাবি, ‘ঘরের মেয়ে’র নির্বাচনী কেন্দ্রে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। ওই ভোটারকে প্রথমে আশ্বস্ত করার চেষ্টা করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রার্থীর সঙ্গে বচসা চলাকালীন স্থানীয় ভোটাররা আরও একবার ‘জয় বাংলা’ স্লোগান দেন তাঁকে। তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে যান তিনি। এলাকা ছাড়েন তিনি।