সিবিআই জেরার মুখোমুখি হলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করা হয়েছে। বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।
সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে বৃহস্পতিবার সকালেই হলদিয়া আসেন সুফিয়ান। তাঁকে হলদিয়া গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।ভিতরে যাওয়ার আগে সংবাদমাধ্যমকে সুফিয়ান বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।লড়াইয়ের সাহস আছে’।কিন্তু সুফিয়ান গেলেও তাঁর আইনজীবীকে ঢুকতে বাধা দেওয়া হয়। হলদিয়া গেস্ট হাউসের গেটেই আটকে দেওয়া হয় তাঁকে।
ভোট চলাকালীন শিরোনামে আসে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের চিল্লাগ্রাম। গত ৩ মে এখানকার বাসিন্দা দেবব্রত মাইতিকে মারধর করা হয়ে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। ১৩ মে সেখানেই তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে দেবব্রতর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করে সিবিআই।
ওই জেলার অন্য এলাকার পাশাপাশি, চিল্লাগ্রামেও বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ করে ব্যাপক হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি, বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগও উঠেছিল। যদিও এই সমস্তই বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল বলে দাবি করেছিল তৃণমূল। তাঁদের দাবি, বিধানসভা ভোটে হেরে বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর মধ্যে লড়াই বেঁধে যায়। তারই ফলে একে অন্যের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তৃণমূলের কোনও হাত নেই।