বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ফের জায়গা করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১২ সালেও এই তালিকায় এসেছিলেন মমতা। সম্প্রতি বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নতুন তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২১ সালে বিজেপির সর্বশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে মমতার নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে বিপুলভাবে যেতে তৃণমূল। তারপরই মোদী বিরোধী মুখগুলির চালক শক্তি হয়ে ওঠেন তিনি। একই সঙ্গে বিরোধী ঐক্য তৈরী করতেও প্রধান ভূমিকা নিয়েছেন মমতাই। মোদী-শাহের জোটকে এক হাতে হারিয়ে দেওয়ার ঘটনায় চোখ পেতেছে সারা বিশ্ব।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে কিভাবে তাঁর সাদা শাড়ি এবং হাওয়াই চটি সততার প্রতীক হয়ে উঠেছে। কেমন করে তিনি বিজেপির টাকা, ক্ষমতার সাথে লড়ে নরেন্দ্র মোদীকে বাংলায় পরাস্ত করেছেন। বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নন, তিনি নিজেই দল। কারও স্ত্রী বা কন্যা হিসেবে নয় একা লড়ে রাজনীতির ময়দানে জায়গা করে নিয়েছেন। দুধের ডিপোর কাজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা। শক্তিধরদের বিরুদ্ধে বরাবর একাই লড়েছেন মমতা। এই যাত্রাই ফুটে উঠেছে ম্যাগাজিনে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারত থেকে ওই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও রয়েছেন গোটা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়করা। রয়েছেন জো বাইডেন, কমলা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প, জিংপিং। এছাড়াও বিনোদন জগৎ থেকে রয়েছেন ব্রিটনি স্পিয়ার, কেট উইন্সলেট সহ অনেকে। রয়েছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেলও।