বিরাট কোহলির ব্যাট থেকে শেষ শতরান এসেছে প্রায় দু’বছর আগে। ছন্দ হারিয়েছেন তিনি। বারবার অর্ধ শতরান এলেও, শতরান আসেনি। ভারত অধিনায়কের ছন্দ নিয়ে চিন্তিত সমর্থকরা। তবে কিংবদন্তি কপিল দেব মনে করছেন, ছন্দ খুঁজে পেলে ইনিংসে ৩০০ রান করবেন বিরাট।
প্রসঙ্গত, অনেকের মতে অধিনায়কত্বের চাপেই ছন্দ হারিয়েছেন বিরাট। কপিল যদিও তা মানতে নারাজ। তিনি বলেন, “এত বছর ধরে যখন বিরাট রান পাচ্ছিল, তখন কারও মনে হয়নি অধিনায়কত্ব চাপ ফেলছে ওর উপর। যেই একটু এ দিক ও দিক হয়েছে তখনই কথা শুরু হয়ে গিয়েছে। ও যখন অধিনায়কত্ব সামলে দ্বিশতরান, শতরান করল, তখন চাপের কথা মনে হল না? এর অর্থ অধিনায়কত্বের কারণে ও ছন্দ হারায়নি।”
পাশাপাশি, কপিলের মতে ছন্দ খুঁজে পেলেই বড় রান করবেন বিরাট। তিনি বলেন, “কত দিনের জন্য ছন্দ হারিয়েছে? ২৮ থেকে ৩২ বছর বয়সটা হচ্ছে বিকশিত হওয়ার। ও এখন অভিজ্ঞ। পুরনো ছন্দে ফিরলে শতরান বা দ্বিশতরান নয়, তিনশো করবে। ফিটনেসের অভাব নেই ওর। নিজেকে খুঁজে পেলেই বড় রান করবে বিরাট।”