সুষ্ঠুভাবে উপ নির্বাচন সম্পন্ন করতে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা- ছয় জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন পুলিশ কমিশনারেটের কমিশনাররাও।
ভোটের আগে নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। মুর্শিদাবাদ ও কলকাতা দক্ষিণের আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক অশান্তির অভিযোগের সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। জেলাশাসক ও পুলিশ সুপারদের তেমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
মুর্শিদাবাদ, কলকাতা দক্ষিণ ছাড়াও হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়ার আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যেহেতু ভোট হবে এই জেলাগুলির কাছাকাছি, তাই এই এলাকাগুলিতে আইনশৃঙ্খলা নিয়ে কোনও অভিযোগ এলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে।
কোন রাজনৈতিক অশান্তির খবর এলে পুলিশকে কড়া ভূমিকা নিতে হবে। ৪৫ মিনিটের ভার্চুয়াল বৈঠকে তেমনটাই নির্দেশ দেন মুখ্য সচিব। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা যাতে কার্যকরী হয়, সেই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন মুখ্য সচিব। দু-একদিনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে।
আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। পুলিশ কমিশনারদের মুখ্যসচিবের নির্দেশ, ‘আপনারা আইন-শৃঙ্খলার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিন’। এবারে নির্বাচনের এপিসেন্টার ভবানীপুর। প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুযুধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। উপনির্বাচনের আগে শহর কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং। ভোট চলাকালীন যে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা খামতি রাখতে নারাজ ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।