এবার আয়করের নজরে বলিউড অভিনেতা সোনু সুদ। মুম্বইয়ে অভিনেতার অফিস-সহ তাঁর সঙ্গে সম্পর্কিত ছয় জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। তাদের তরফে জানানো হয়েছে কোনও রেইড নয়, চলছে সার্ভে। করোনা কালে অভিনেতা মানবিক রূপ দেখেছে গোটা দেশ। করোনা পরিস্থিতিতে তাঁর প্রচেষ্টাতেই লকডাউনেও বাড়িতে নিজের প্রিয়জনের কাছে ফিরতে পেরেছিলেন লাখ লাখ পরিযায়ী শ্রমিক।
উল্লেখ্য, দিল্লীর আম আদমি পার্টির সরকারের আহ্বানে সাড়া দিয়ে সোনু সুদ স্কুলের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হয়েছেন। এমনকী আম আদমি পার্টির প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই সোনু সুদের রাজনীতিতে যোগদান নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তার কয়েক দিন পরেই এবার সোনু সুদ ও তাঁর সংস্থার সঙ্গে যুক্ত ৬টি স্থানে হানা দিল আয়কর দফতর।