গতবছর বেলাগাম করোনা পরিস্থিতির মধ্যেই গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল হাথরস কাণ্ড। তারপর দেখতে দেখতেই কেটে গিয়েছে এক বছর। কিন্তু যোগীরাজ্যের হাথরস এখনও রয়ে গিয়েছে সেই তিমিরেই। কারণ এখনও সুবিচার মেলেনি। এখনও বিচারের আশায় দিন গুণে চলেছে হাথরসের সেই গণধর্ষিতা দলিত তরুণীর পরিবার।
জানা গিয়েছে, ঘরের মেয়ের মৃত্যুর সুবিচার পাওয়া তো দূরের কথা, এখনও ভয়ে কুঁকড়ে থাকতে হয় হাথরসের সেই পরিবারকে। তাঁদের সঙ্গে গ্রামের কেউ কোনও কথাই বলে না। দিনরাত ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার নজরাধীন হয়ে থাকেন তাঁরা। বাড়ির বাইরে সারক্ষণ পাহারা দেয় চারজন সিআরপিএফ জওয়ান। যদিও এত কিছুর পরেও বিচারের আশা ছাড়েনি পরিবার। তাঁদের পণ, সুবিচার যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত মৃতা কন্যার শেষ কৃত্য সম্পন্ন করবেন না তাঁরা। এখনও মেয়ের চিতাভস্ম ঘরের এক কোণে এক পাত্রে রাখা রয়েছে।
প্রসঙ্গত, ২০২০-র ১৪ সেপ্টেম্বর হাথরসের দলিত তরুণীকে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে। অভিযোগের আঙুল উঠেছিল চার তথাকথিত উচ্চবর্ণের ব্যক্তির দিকে। এই নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। এমনকি অভিযোগ উঠেছিল, দলিত ওই পরিবারের মুখ বন্ধ করতে তাদের শাসিয়েছে পুলিশ। ওই মৃত তরুণীর দেহ মাঝরাতে গোপনে সৎকারও করে ফেলা হয় জোর করে। পুরো বিষয় নিয়ে রাজনৈতিক তুরজা জারি ছিল বহুদিন। কিন্তু দেখতে দেখতে ভয়াবহ সেই ঘটনার এক বছর কেটে গিয়েছে। এখনও সুবিচার মেলেনি।