বাজেটে সরকারি সংস্থা, বিমা, ব্যাঙ্ক বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদী সরকার। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সে কথা ঘোষণা করেন। শুধু এই আর্থিক বছরে নয়, কয়েক বছর আগে থেকেই লাগাতার একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির তালিকা তৈরি করেছে মোদী সরকার। এর মধ্যে এবার টেলিকম ক্ষেত্রেও ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়ে দিল কেন্দ্র।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত টেলিকম ক্ষেত্রে অটোমেটিক রুটে ৪৯ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যায়। তার বেশি বিনিয়োগ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এবার টেলিকম ক্ষেত্রে অটোমেটিক রুটে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যাবে ১০০ শতাংশ। অন্যদিকে, এদিন টেলিকম ক্ষেত্রকে বকেয়া টাকা দেওয়ার জন্য আরও সময় দেওয়া হয়েছে। স্পেকট্রামের জন্য ২০২২ সালের এপ্রিলে তাদের একটা কিস্তির টাকা জমা দেওয়ার কথা ছিল। সেই বকেয়ার ওপরে চার বছরের মরেটোরিয়াম ঘোষণা করা হয়েছে।