বিধানসভার এক্তিয়ারে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি। বুধবার এই ভাষাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকারের অনুমতি ছাড়াই বিধায়কদের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর চার্জশিট নিয়ে আপত্তি প্রকাশ করেছেন তিনি।
এদিন লক্সভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই ক্ষোভ উগরে দেন বিমানবাবু। এমনকি, রাজ্যপাল জগদীপ ধনখড় যে ভাবে বিধানসভার কাজে ‘হস্তক্ষেপ’ করেছেন, স্পিকার যে সেটাও ইতিবাচকভাবে দেখছেন না, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। স্পিকার সম্মেলনে বিমান বলেন, অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ কেউ বিধানসভার বিষয় নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন আর তারপরে রাজ্যপাল তা নিয়ে বিধানসভাকে পরামর্শ দিচ্ছেন। এটা কী ঠিক? এটা কি হওয়া উচিত?
স্পিকারদের সম্মেলনে ‘রোল অব লেজিসলেটর অ্যান্ড মিনিংফুল ডেমোক্রাসি’ শীর্ষক একটি বিষয়ে আলোচনা হচ্ছিল। এদিন বিমানবাবু বলেন, ‘বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বিধানসভার স্পিকারকে না জানিয়ে কাজ করছে। কোনও সাংসদের বিরুদ্ধে কোনও কেন্দ্রীয় সংস্থা কোনও পদক্ষেপ নিতে চাইলে সংসদের অনুমতি লাগে। বিধায়কদের ক্ষেত্রে তা করা হচ্ছে না’।
বিধানসভার স্পিকার দাবি করেন, বিভানসভা হুঁশিয়ারির সম্মুখীন। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আলোচনা করে যেসব সমস্যার সমাধান করা যেতে পারে, সেটা না করেই বিধায়কদের কেউ কেউ আদালতের দ্বারস্থ হচ্ছেন। আদালতও সেই সব মামলা গ্রহণ করছে। যে বিষয়টা নিয়ে বিধানসভায় বিচার পাওয়া যায়, সে বিষয়ে নিয়ে আদালতে গিয়ে হাজির হচ্ছেন। যা বিধানসভার গরিমা নষ্ট করছে বলে দাবি বিমানবাবুর।