করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে কড়া বিধিনিষেধ চলছে। এবার আরও ১৫ দিন বাড়ল তার মেয়াদ। বাংলায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বলবত থাকবে বলে ঘোষণা করেছে নবান্ন। অর্থাৎ লোকাল ট্রেনের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হল।
প্রসঙ্গত, বুধবার সকালে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। বলা হয়েছে রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরও ১৫ দিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের মানুষের রাত্রিকালীন চলাফেরায় নিষেধাজ্ঞা বহাল থাকছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা করা যাবে না। সেইসঙ্গে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং সব জায়গায় যথাসম্ভব কোভিড দূরত্ববিধি মেনে চলতে হবে। তা না হলে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে।