একুশের নির্বাচনে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গিয়েছিল করোনায় প্রার্থী মৃত্যুর কারণে। ভোটের ফল প্রকাশের প্রায় পাঁচ মাস পর ভোট হচ্ছে সেই দুই কেন্দ্রে। সঙ্গে ভবানীপুরেও উপনির্বাচন সংঘটিত হচ্ছে। এই তিন কেন্দ্রের মধ্যে নজর কেড়েছে ভবানীপুর, কারণ এখানে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রচারে পিছিয়ে নেই মুর্শিদাবাদও।
তৃণমূল এবার মুর্শিদাবাদেও প্রচারে ঝড় তুলতে চাইছে। সেই কারণে তারকা প্রচারক পাঠাচ্ছে তৃণমূল। ভবানীপুরের সঙ্গে ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে ২১ সেপ্টেম্বর থেকে দুই কেন্দ্রে তারকা প্রচার শুরু করছে তৃণমূল। টলিউডের পরিচিত মুখরা সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে প্রচারে যাবেন।
তৃণমূল ওই দুই কেন্দ্রের জন্য তারকা প্রচারকের তালিকায় রেখেছে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে, রয়েছেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, থাকছেন একুশের নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তীরা। ২১ সেপ্টেম্বর সায়নী ঘোষকে দিয়ে শুরু হচ্ছে তৃণমূলের হাইভোল্টেজ প্রচার।
যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ সামশেরগঞ্জ কেন্দ্রের জলদিপুরে প্রচার করবেন। ২৫ সেপ্টেম্বর সামশেরগঞ্জের ফিডার ক্যানেল এলাকায় প্রচারে আসবেন টলিউড সুপারস্টার সাংসদ দেব। হেলিপ্যাড গ্রাউন্ডে নেবে তার কাছেই ফিডার ক্যানেল এলাকায় একটি সভা করবেন তিনি। আর তারপর দিন সামশেরগঞ্জ ফুটবল ময়দানে তৃণমূলের সভায় উপস্থিত থাকবেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া ও সোহম চক্রবর্তী।
সায়নী ও দেব প্রচার করবেন সামশেরগঞ্জে আর রাজ, সোহম ও জুন সামশেরগঞ্জের পাশাপাশি প্রচার করবেন জঙ্গিপুরেও। ২৭ সেপ্টেম্বর জঙ্গিপুরের রাজানগর মোড়ে একটি জনসভা করবেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাকির হোসেনের সমর্থনে তাঁরা প্রচার চালাবেন। মোট কথা এবার মুর্শিদাবাদেও এক চুল জমি ছাড়তে নারাজ তৃণমূল।