এবছরের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন থেকে যেখানে যত নির্বাচন অনুষ্ঠিত হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি। কিন্তু কিছুদিন আগেই রাজ্য সরকার দীনেশ ত্রিবেদী পদত্যাগের ফলে ফাঁকা হওয়ার আসনে তৃণমূল জহর সরকারের নাম ঘোষণা করার পরে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা করার পরেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছি, যেখানে পরাজয় নিশ্চিত সেখানে প্রার্থী দেওয়ার প্রয়োজন নেই।
উল্লেখ্য, এরপরে চলতি সপ্তাহে রাজ্যসভার আরেকটি আসনের মাননীয় ছেড়ে যাওয়ার ফলে ফাঁকা হওয়া জায়গায় তাদের প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করে তৃণমূল। রাজ্যসভার এই আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারী রাজ্য নেতৃত্বের হেরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু এবারে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সুস্মিতা দেবের বিরুদ্ধে যেন কোনো প্রার্থী দাঁড় না করানো হয়।