এ যেন মগের মুলুক! চলছিল উত্তরপ্রদেশের আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে ভার্চুয়াল বক্তৃতা। কিন্তু সেই বক্তৃতাতেই রাজনীতি ঢুকিয়ে উত্তরপ্রদেশ ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চকেই এবার যেন বিজেপির নির্বাচনী জনসভা বানিয়ে ছাড়লেন তিনি।
এদিন যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করেন মোদী। তাঁর কথায়, মাফিয়া রাজে স্তব্ধ হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের উন্নয়ন। গত পাঁচ বছর ধরে নীরবে সেই উন্নয়নের কাজ চালিয়ে গিয়েছে যোগী সরকার। প্রধানমন্ত্রীর কথায়, ডবল ইঞ্জিন সরকারে দ্বিগুণ লাভ। আর উত্তরপ্রদেশ হচ্ছে তাঁর শ্রেষ্ঠ উদাহরণ। আসলে বিজেপি নেতাদের মুখে প্রায়ই ডবল ইঞ্জিনের তত্ত্ব শোনা যায়। তাঁরা মনে করেন, কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার সে হেতু রাজ্যগুলিতেও বিজেপি থাকলে উন্নয়নের রথ ছুটবে তড়তড়িয়ে। নইলে তা থমকে যাবে।
এদিন মোদী আরও বলেন, আগে উত্তরপ্রদেশ মানে ছিল মাফিয়া রাজ। গুন্ডাগার্দি। এখন সমস্ত মাফিয়ারা, অপরাধীরা গরাদের পিছনে রয়েছে। অথচ বিরোধীদের অভিযোগ, যোগী জমানায় উত্তরপ্রদেশে অপরাধ বেড়েছে বহুগুণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য তুলে একাধিকবার কংগ্রেস, সমাজবাদী পার্টি অভিযোগ করেছে, যোগী রাজে ভয়ঙ্কর অবস্থা উত্তরপ্রদেশের। দলিত, সংখ্যালঘুরা সবথেকে বেশি বিপন্ন। এই অংশের মহিলাদের উপর আক্রমণও সাং ঘাতিক পর্যায়ে গিয়েছে এই সময়ে। বারবার ফিরে এসেছে উন্নাও, হাথরাসের মতো ঘটনার কথা।