ভবানীপুর-সহ রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে কমিশন। আর তাই রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ১৫ কোম্পানির মধ্যে সিআরপিএফের ৭ কোম্পানি, বিএসএফের ৪ কোম্পানি, এসএসবি-র ২ কোম্পানি এবং সিআইএসএফ ও আইটিবিপি-র ১ কোম্পানি আসছে রাজ্যে।
প্রসঙ্গত, ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে। অন্যদিকে, সিপিআইএমের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস। ফলে উপনির্বাচনেও উত্তাপ এতটুকু কম নয়।
উল্লেখ্য, রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল। সব থেকে বড় ঘটনা ঘটেছিল কোচবিহারের শীতলকুচিতে। সেখানে ১২৬ নম্বর বুথে ভোটারদের ওপর গুলি চালিয়েছিল সিআইএসএফ জওয়ানরা। এই সমস্ত ঘটনা এড়াতেই ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।