অভিষেকের পদযাত্রার পরপর দুটি দিন বাতিল করে হয়ে গিয়েছে ত্রিপুরায়। বিপ্লব দেব সরকারের বিরুদদ্ধে ক্ষোভে ফুঁসছে তৃণমূল। ফের নতুন একটি দিন ধার্য করা হয়েছে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির জন্য। আর সেই দিনও যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিল ঘাসফুল শিবির।
এর আগে ১৫ সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বর অভিষেকের পদযাত্রা কর্মসূচি বাতিল করে দেওয়া হয়। এ বার ২২ সেপ্টেম্বর পদযাত্রার অনুমতি চেয়ে চিঠি দিল ত্রিপুরা তৃণমূল। অন্যান্য রাজনৈতিক দলকে সভা-মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে, তাই চিঠিতে তৃণমূলের দাবি তাদেরকেও সেই সুযোগ দিতে হবে। তৃণমূলের নেতৃত্বের দাবি, ২২ তারিখেও যদি অনুমতি না মেলে তাহলে আদালতে যেতে পিছপা হবে না তারা।
ত্রিপুরা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ২২ তারিখে অন্য কোনও রাজনৈতিক দলের কর্মসুচি নেই দেখেই এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে। যাতে কোনও অসুবিধা না হয়, সেই সব দিক মাথায় রেখেই নতুন দিন বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। তারা চিঠিতে উল্লেখ করেছে, ‘অন্যান্য রাজনৈতিক দলকে যখন সুযোগ দেওয়া হচ্ছে, তখন আমাদেরও সেই সুবিধা দিতে হবে।’ দুপুর ২টো থেকে সেই পদযাত্রা হবে বলে জানানো হয়েছে চিঠিতে।
গতকালই এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারির সুরে অভিষেক লেখেন, শত চেষ্টা করেও তাঁকে রোখা যাবে না। এ দিকে তৃণমূলের অন্দরে চলছে অন্য পরিকল্পনা। বার বার দলের শীর্ষ নেতৃত্বের কর্মসূচিতে ত্রিপুরা প্রশাসনের বাধা প্রদানের পর নতুন করে ঘুঁটি সাজাচ্ছে তারাও। তৃণমূলের অভিযোগ, যে ভাবে তাদের একের পর এক কর্মসূচি বাতিল করা হচ্ছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।