প্রাথমিক শিক্ষকের শূন্যপদগুলিতে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্য সরকারকে। দুপুরেই নবান্নকে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর তারপর বিকেলেই রাতারাতি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।
এদিন মন্ত্রিসভায় মমতা সরকার সিদ্ধান্ত নিয়েছে মালদহ ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে তিন হাজার ৯২৫টি শূন্য পদে শিগগির নিয়োগ হবে। এবং এই দুই জেলাতেই তিন হাজারেরক বেশি প্রাথমিক শিক্ষকের পদ তৈরির প্রস্তাবে অনুমতি দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন এই সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। প্রসঙ্গত, ২০০৯ সালে যে প্যানেল পাশ হয়েছিল এবং নিয়োগ স্থগিত ছিল সেই নিয়োগের সিদ্ধান্ত এদিন নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এদিন শিল্প সংক্রান্ত বিষয়েও কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বলা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য শিল্প সংস্থাগুলি যাতে ট্রেডলাইসেন্স, বিদ্যুৎ, জলের অনুমতি সহজে পেতে পারে তার জন্য সিঙ্গল উইন্ডো শুরু করছে রাজ্য সরকার।