করোনার হানায় যখন ত্রস্ত গোটা দেশ। পুরোদমে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। তখন ভয়ঙ্কর ডেঙ্গি ছড়াচ্ছে উত্তরপ্রদেশে। সবচেয়ে খারাপ অবস্থা যোগীরাজ্যের ফিরোজাবাদ জেলার। গত দু’সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮৮ জন শিশু। হাসপাতালে রোগ নিয়ে ভর্তি ১২ হাজারের বেশি। হাসপাতালগুলিতে শয্যার আকাল, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালগুলির অবস্থা রীতিমতো করুণ। জেলায় ডেঙ্গি এতটাই ছড়িয়ে পড়েছে যে হাসপাতালগুলিতে জায়গা হচ্ছে না। রবিবারই ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের টিম পৌঁছেছে ফিরোজাবাদে। বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গি আক্রান্তকে চিহ্নিত করা হচ্ছে। ফিরোজাবাদে প্রাণঘাতী ডেঙ্গি ছড়িয়েছে তা মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও।
ফিরোজাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীনেশকুমার প্রেমি বলেছেন, রিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৭৫৫টি দল গঠন করা হয়েছে। রবিবার ৬৪টি বিশেষ শিবির করা হয়েছিল। চার হাজারের বেশি মানুষ পরীক্ষা করিয়েছেন। অনেকেরই ডেঙ্গি ধরা পড়েছে। ডেঙ্গি রুখতে মশার লার্ভা নির্মূলের লক্ষ্যে জেলা জুড়ে ২৫ হাজার গাপ্পি মাছ ছাড়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। উত্তরপ্রদেশের পশ্চিমাংশে মথুরা ও আগরায়ও ডেঙ্গি ছড়িয়ে পড়ছে বলে সরকারি সূত্রের খবর।