সোমবার শপথ নিলেন গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত বিজেপি বিধায়ক ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যের সপ্তদশ মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার গান্ধিনগরে, রাজভবনে শপথগ্রহণ করলেন ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। এদিকে ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।
জীবনে প্রথমবার বিধায়ক। তাও আবার রেকর্ড ব্যবধানে জয়। তার চার বছরের মধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে আসীন। ভূপেন্দ্র প্যাটেল সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাওয়ার আগে ‘গোমাতা’র পুজো সারলেন। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
এদিন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে লেখেন, “মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য ভুপেন্দ্র প্যাটেলকে শুভেচ্ছা। আমি বহুদিন ধরে ওঁকে চিনি। ওঁর কাজ দেখেছি। গুজরাত সরকারের হয়ে যেমন উনি কাজ করেছেন, তেমনই সমাজসেবামূলক কাজও করেছেন তিনি। আশা রাখি উনি রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন আগামী দিনে। সমৃদ্ধ হবে গুজরাত।”
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন ৫৯ বছরের ভূপেন্দ্র। তারপরেই শুরু হয়ে যায় শপথ গ্রহণের তোড়জোড়। কূটনৈতিক মহলের মতে, আগামী বছর বিধানসভা ভোটের আগে পাতিদারদের বিক্ষোভকে প্রশমিত করতেই মাস্টারস্ট্রোক দিতে চেয়েছে বিজেপি। সেই কারণেই পাতিদায় সম্প্রদায়েরই প্রভাবশালী নেতা ভূপেন্দ্র প্যাটেলকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন বসেছিল চাঁদের হাট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল সহ বিজেপি নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একইসঙ্গে মধ্যপ্রদেশ, গোয়া, হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। এদিকে শপথ গ্রহণের পর ইতিমধ্যেই অমিত শাহ গুজরাতের নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন।