হাওড়া ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ল বাস। জখম হয়েছেন বাসের একাধিক যাত্রী। আহতদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসটি ধাক্কা মেরেছে। রেষারেষির জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সোমবার রাত আটটা নাগাদ ৫০-৬০ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে হাওড়ায় ফিরছিল বাসটি। সেতু থেকে নামার সময় রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রেষারেষির জেরেই ঘটেছে দুর্ঘটনা। স্টিয়ারিং আটকে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসের অর্ধেক অংশ ফুটপাথে উঠে যায়। শুধুমাত্র বাসযাত্রীরা নাকি পথচারীরাও জখম হয়েছেন পথচারীরাও, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, বহু অফিস যাত্রী এই সময় হাওড়ার সেতু ধরে হেঁটে ফেরেন। ব্রিজের উপর প্রচুর গাড়িও থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুতে ধীর গতিতেই চলছিল বাস। তবে একই রুটের অন্য বাসকে আসতে দেখেই গতি বাড়িয়ে দেয় বাসটি। সেতু থেকে নামার মুখেই ঘটে বিপত্তি। সোজা ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। বাসের অর্ধেক অংশ ফুটপাথে উঠে যায়। সেই সময় ফুটপাথে বহু পথচারীও ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন চোট লেগেছে বলেই খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে হাওড়ার ট্রাফিক পুলিশ।