আগামী ১৭ সেপ্টেম্বর ৭১ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০১ সালে আরএসএস প্রচারক থেকে আজ ২০২১ সালে প্রধানমন্ত্রী— তাঁর এই দীর্ঘ কুড়ি বছরের রাজনৈতিক জীবনকে সম্মান জানিয়ে এ বছর জন্মদিন পালিত হবে ২০ দিন ধরে। তবে এখানেই শেষ নয়। ২০ দিন ব্যাপী নানা উৎসব ও কর্মসূচীর পাশাপাশি কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীকে ৫ কোটি চিঠি পাঠাবেন বলেও স্থির করেছে দল। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, বিজেপির এই উদ্যোগে আবার প্রাণ ফিরে পাবে ডাকবিভাগ। ফুলেফেঁপে উঠবে তাদের ব্যবসা। কিন্তু ডাকবিভাগের আশঙ্কা, মুনাফা নয়, উল্টে ক্ষতির অঙ্ক লাফিয়ে বাড়বে তাদের।
প্রধানমন্ত্রীকে পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্তে মনে করা হচ্ছিল আড়াই কোটির ব্যবসা পেতে চলছে ভারতীয় ডাক বিভাগ। কিন্তু পোস্টকার্ড ভর্তুকিতে চলে। ডাক বিভাগের বছর খানেক আগের রিপোর্ট বলছে, পোস্টকার্ড ছাপা থেকে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত ১২ টাকার মতো খরচ হয়। অথচ পোস্টকার্ডের দাম মাত্র ৫০ পয়সা। ক্ষতির হিসেব করতে বসলে টাকার অঙ্কে তা দাঁড়াবে প্রায় ৬০ কোটি। সেই অর্থ ঘুরপথে যাবে করদাতাদের পকেট থেকে। অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢালাও শুভেচ্ছা জ্ঞাপনের জেরে ছ্যাঁকা লাগবে সাধারণ মানুষের পকেটেই।