গত এপ্রিলে পঞ্চায়েত ভোট হয়েছে উত্তরপ্রদেশে। যথাসময়ে তার ফলও ঘোষিত হয়েছে। কিন্তু সে রাজ্যের সরকারি নথি থেকেই জানা গেল এই ভোটের সময় হাজার দুয়েকেরও বেশি ভোটকর্মী প্রাণ হারিয়েছেন। সব ক্ষেত্রেই ঘাতক করোনা ভাইরাস। কোভিড অতিমারীর মধ্যে ভোটের আয়োজন নিয়ে বিতর্ক আছেই। বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়েও কম জলঘোলা হয়নি।
উত্তরপ্রদেশের সরকারি পরিসংখ্যান বলছে এপ্রিল মাসে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সে রাজ্যে তাতে করোনার মধ্যে ভোটের ডিউটি করতে গিয়ে সংক্রমিত হয়েছেন বহু কর্মী। তাঁদের মধ্যে ২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই আবার স্কুল শিক্ষক। তাঁদের সংখ্যা ৯৫ শতাংশ। উল্লেখ্য, ১৫ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত চার দফায় উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোট হয়েছিল। ফল ঘোষণা হয়েছিল ২রা মে। এই সময়কালের মধ্যে উত্তরপ্রদেশের মোট ২ হাজার ১২৮ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে।