এবার থেকে ছোট আবাসনেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপরেও নজরদারি চালাবে দমকল বিভাগ। সোমবার দমকল দফতরের মির্জা গালিব স্ট্রিটের অফিসের সাংবাদিক বৈঠকে ছোট আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্নের উত্তরে এমনই জানালেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। সুজিত বলেন, “দমকল দফতর অডিট শুরু করছে। ছোট আবাসানের ক্ষেত্রেও সেই অডিট হবে। সেই অডিট হলেই সবকিছু জানা যাবে।” বস্তুত, শহর কলকাতা তৈরি হওয়া ছোট আবাসনগুলিতে কোথাও কোথাও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে নামমাত্র। আবার কোথাও বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে। এমনও আবাসন রয়েছে যেখানে কোনও আগুন নেভানোর ন্যূনতম ব্যবস্থাটুকু নেই। মূলত সেই আবাসনগুলির পরিকাঠামো নিয়েই মন্ত্রী নিজের মতামত জানিয়েছেন।
এছাড়া সোমবারই মন্ত্রী ঘোষণা করেছেন, এবার থেকে বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানো হবে। প্রতিমাসে দফতরের পক্ষ থেকে ২৫০টি অডিট করানো হয়। কিন্তু দফতরের কাজে গতি ও স্বচ্ছতা আনতে গেলে এর থেকে অনেক বেশি অডিটের প্রয়োজন বলেই জানাচ্ছে দমকল দফতরের একটি সূত্র। তাই মন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বেসরকারি সংস্থা এই অডিটের কাজ করবে। ফলে কোথায় দমকলের আইন মানা হচ্ছে বা হচ্ছে না, এবং পরিকাঠামোগত ক্ষেত্রে কোথায় কোথায় ফাঁক রয়ে গিয়েছে সহজেই তা জানতে পারবে দপ্তর।